Tuesday, January 19, 2021

স্বামী বিবেকানন্দের ১০ টি বাণী

১।অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়

হার মানে বহু দ্রুতগামী,

জীবনযুদ্ধে শুধু তারাই যেতে

যারা ভাবে জিতবোই আমি।


২। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষে না পৌঁছানো পর্যন্ত থেমোনা।


৩। ভাগ্য বলে কিছু নেই,

যা আছে  তাই হলো শুধুমাত্র কর্মের ফল

যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে।


৪। অপমানের উচিত শিক্ষা অপমান নয়,

এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায়


৫। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে।

মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায়না।


৬। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে

১.ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবেনা

২.ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবেনা।


৭। দুঃশ্চিন্তা দুর করার একমাত্র উপায় হল নিজেকে ব্যস্ত রাখা।


৮। অর্থ নয়, শারীরিক সুস্থতায় আমাদের সবচাইতে বড় সম্পদ।

একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম।

কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয়।


৯। নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো,হতে হবে সম্পুর্ন স্বার্থহীন,অসীম ধৈর্য্য ধরতে হবে। তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই।


১০। ভালোবাসো দাও,সেবা দাও, সাহায্য দাও

যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও,

কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়োনা তাহলেই দুঃখ পাবে।